Apan Desh | আপন দেশ

পায়রা বন্দরে পণ্য খালাস বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৪

পায়রা বন্দরে পণ্য খালাস বন্ধ

পায়রাবন্দর। ফাইল ছবি

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট চলছে। ধর্মঘটিদের দাবি জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের বিচার। ধর্মঘটের কারণে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে পায়রা বন্দরের ইনার ও আউটারে থাকা মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন শ্রমিকরা।

বাংলাদেশ কার্গো ট্রলার ও বালগেট শ্রমিক ইউনিয়নের গলাচিপা শাখার সভাপতি মনির সরদার জানান, এম. ভি. আল-বাখেরা জাহাজে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি করছি। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

ধর্মঘটের ফলে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ও আউটারে থাকা সব মাদার ভ্যাসেল ও লাইটারেজ জাহাজের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহী নৌযান চলাচলও পুরোপুরি স্থগিত।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, পণ্যবাহী নৌযান বন্ধ থাকায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শ্রমিকদের দাবি মেনে নেয়া হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

ধর্মঘটের কারণে বন্দরের অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। শ্রমিকদের দাবির দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দায়িত্বপ্রাপ্তদের।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়