রাজধানীর মতিঝিল নিজ কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশে খাদ্য শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্টস সেন্টার।
শনিবার ( ০৪ জানুয়ারি) রাজধানীর মতিঝিল নিজ কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মাষ্টারশেফ মো. খলিলুর রহমান বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. খলিল আরোও জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্তজাতিক মানের কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সাথে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও পাবেন তারা।
দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য বাক্তিগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, খলিল কালিনারি আর্টস সেন্টার থেকে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের আন্তজাতিক মানের সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে শেফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদান এবং EBS ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও প্রতিষ্ঠান হতে সহযোগিতা করা হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।