Apan Desh | আপন দেশ

জার্মানির ভিসা আবেদনের নতুন পোর্টাল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ৫ জানুয়ারি ২০২৫

জার্মানির ভিসা আবেদনের নতুন পোর্টাল

ফাইল ছবি

সারা বিশ্ব থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সঙ্গে মিলিত হবার জন্য আসতে চাওয়া ব্যক্তিদের আবেদনের জন্য চালু হচ্ছে নতুন পোর্টাল।

এক প্রতিবেদনে জার্মানিভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি ভিসা আবেদনের জন্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

পোর্টালটি দেখতে ক্লিক করুন এখানে। 

এ পোর্টালে গিয়ে ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারবেন আবেদনকারীরা।

বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এসব কেন্দ্রের জন্যই চালু হলো এ পোর্টাল।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, এমন বদল বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল। নতুন ব্যবস্থার প্রশংসাও করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর, জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে। এমন সময়ে, সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই।

তিনি বলেন, জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়