সংগৃহীত ছবি
দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বার্ষিক মজুরি বৃদ্ধির নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কার্যকর শতকরা ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে আরও ৪ শতাংশ যোগ করে মোট ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে এ বৃদ্ধি কার্যকর হবে। চলতি জানুয়ারি মাসের বেতনের সঙ্গেই বাড়তি অংশ পরিশোধ করা হবে। তবে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ শতাংশ বিদ্যমান অব্যাহত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কমিটির সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা ৪ শতাংশ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে। চলতি জানুয়ারি মাসের বেতনের সঙ্গে এ বাড়তি মজুরি পরিশোধ করা হবে। মজুরি বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।
এতে আরও জানানো হয়েছে, সরকারের পুনর্মূল্যায়ন বা ন্যূনতম মজুরি বোর্ডের পরবর্তী ন্যূনতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত এ মজুরি বৃদ্ধি চলতে থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।