বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই।
শেখ বশিরউদ্দীন বলেন, বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আরও কমবে। তিনি আরও বলেন, বছরের শেষে সরকারি পর্যায়ে কিছু আলু মজুত করবে এবং প্রয়োজন হলে আমদানি করে মজুত করা হবে। গত বছর আলুর মূল্য বাড়ায় চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে এবং এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে।
বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির পুরনো কাগজের কার্ডের ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ হবে। এ ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে টিসিবির পণ্য বিতরণে আগে যে নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ১ কোটি স্মার্ট কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং আরও ৬ লাখ কার্ড বাজারে ছাড়ানো হয়েছে। আমরা আরো ৩০-৩৫ লাখ কার্ড বিতরণ করতে পারব।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির কার্যক্রমকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে তারা কাজ করছেন, যাতে আরও বেশি মানুষের কাছে এ সুবিধা পৌঁছানো যায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।