ছবি সংগৃহীত
দেশের সকল তফসিলি ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশন এবং পাবলিকেশনন্স বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতকর্তার কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে।
এসব বিজ্ঞাপনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন।
আরও পড়ুন<<>> ‘নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে’
এক্ষেত্রে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ—এ ধরনের বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের ওয়েবসাইট (www.bd.org.bd) দেখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।