Apan Desh | আপন দেশ

সার্বিক মূল্যস্ফীতি নামলো ৯.৯৪ শতাংশে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সার্বিক মূল্যস্ফীতি নামলো ৯.৯৪ শতাংশে

ফাইল ছবি

দেশে লাগাতার বাড়তে থাকা মূল্যস্ফীতিতে অবশেষে স্বস্তি ফিরেছে। জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশে। যা গত ডিসেম্বরে ছিল ১০.৮৯ শতাংশ। এক মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৯৫ শতাংশ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। গত ডিসেম্বরে মাসে যেটি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

গত বছরজুড়ে ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও বছরের প্রথম মাসে এসে কমেছে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ২ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। নভেম্বর মাসে যেটি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

এদিকে ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৬ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৬১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৭ শতাংশ।
 
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৯৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৫ শতাংশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়