Apan Desh | আপন দেশ

‘ইসলামী ব্যাংকের জলিলের ফয়সালা চলতি সপ্তায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

‘ইসলামী ব্যাংকের জলিলের ফয়সালা চলতি সপ্তায়’

ড. কবির আহম্মদ ও আব্দুল জলিল। ফাইল ছবি

চলতি সপ্তায় ইসলামী ব্যাংকের অপসারিত ইসি চেয়ারম্যান আব্দুল জলিলের অপকর্মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধন্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নির্বাহী কমিটি (ইসি) চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছে। তবে রয়ে গেছেন ব্যাংকটির পরিচালক পদে। এ পরিচালক পদটি থাকবে কিনা সে সিদ্ধান্ত আসছে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারনী পর্যায় থেকে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিতিতে এ তথ্য জানিয়েছেন ডেপুটি গভর্নর ড. কবির আহম্মদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ ব্যাংক। পাহাড়সম লোপাট-পাচারের কারণে ফোকলা এ ব্যাংটিকে সুপথে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের মাধ্যমে পুনর্গঠন করে দেয় পরিচালনা পর্ষদ। ইসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় আব্দুল জলিলকে। যিনি কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। মাঝখানের কিছুদিন ব্যাংকিং উপদেষ্টা হিসেবে ছিলেন ট্রু ফেব্রিক্স নামের প্রতিষ্ঠানে।

ইসলামী ব্যাংকে দায়িত্ব পাবার পর পাহাড় ঠেলে নিয়ম ভেঙে ট্রু ফেব্রিক্স নামের ওই খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদন দেন আব্দুল জলিল। ব্যাংক কেন্দ্রিক যতগুলো অনিয়ম করা যায় তার কোনোটি বাকি রাখেননি তিনি। আব্দুল জলিলের লাগামহীন অনিয়মের খবর পৌছে কেন্দ্রীয় ব্যাংকে। তদন্তে নামে ব্যাংক পরিদর্শন বিভাগ।

আরও পড়ুন<<>> ইসলামী ব্যাংকের জলিলকে ইসি চেয়ারম্যান পদ থেকে অপসারণ

অবশেষে ওই ঋণের প্রস্তাব বাতিল হয়, ইসির পদ যায় এবং তদন্ত রিপোর্ট প্রস্তুত হতে থাকে সমালোচিত পর্ষদ সদস্য জলিলের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় আপন দেশ-এ। 

এদিকে চেয়ারম্যানের পদ হারালেও পরিচালকের পদটি রক্ষায় নামেন অভিজ্ঞ ব্যাংকার আব্দুল জলিল। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত রিপোর্ট ধামাচাপা দিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন। ব্যবহার করেন রাজনৈতিক আদর্শ, আঞ্চলিকতা, কেন্দ্রীয় ব্যাংকের সাবেকদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগকেন্দ্রিক সম্পর্ককে। 

ওদিকে ব্যাংকটির বাহ্যিক-আভ্যন্তরীণ শুভাকাঙ্খিরাও ‘জলিল বাঁচাও’ চক্রের অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেন। অবশেষে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন কথিত ‘সৎ’, ‘দক্ষ’ ও ‘অভিজ্ঞ’ ব্যাংকার আব্দুল জলিল। তার বিষয়ে এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ব্যবস্থা নেয়ার ঘোষণা আসলো যারা ব্যবস্থা নিবেন তাদের কাছ থেকেই। 

ইসলামী ব্যাংক-জলিল প্রসঙ্গে গভর্নর ও ডেপুটি গভর্নর যা বললেন 

সোমবার ছিল মুদ্রানীতি ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন গভর্নর, চার ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। 

মুদ্রানীতি ঘোষণার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এসময় প্রশ্ন ওঠে ইসলামী ব্যাংকের কেলেঙ্কারীর হোতা  আব্দুল জলিলের ঋণ অনিয়মের প্রসঙ্গ নিয়ে। এক সাংবাদিক প্রশ্ন করেন, ইসলামী ব্যাংকের সাবেক ইসি চেয়ারম্যান আব্দুল জলিল তার ব্যাংকে ঋণ অনিয়ম করেছেন। এটি সন্দেহাতীতভাবে প্রমানীত হয়েছে  বাংলাদেশ ব্যাংকের তদন্তে। এর পরও তাকে (আব্দুল জলিল) পরিচালনা পর্ষদ থেকে কেনো সরানো হচ্ছে না? জবাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহম্মদ বলেন, ইসি চেয়ারম্যান আব্দুল জলিলের আলোচিত ঋণটি অনুমোদন করার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা অনুসন্ধান দল পাঠিয়েছি। সেখানে অনুসন্ধানে আমাদের কাছে যেসব অনিয়ম ধরা পরেছে সেগুলোর ব্যাখ্যা তলব করি। ইতোমধ্যে ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে ইসি চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক। তিনি জানান, এখনো তার বিরুদ্ধে বিশদ তদন্ত চলছে। তদন্তে আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমরা চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। 

আরও পড়ুন<<>> দুদক কর্মকর্তার কেন্দ্রীয় ব্যাংকে নিষ্ফল লকার অভিযান, নেপথ্যে ভয়ঙ্কর কাণ্ড!

এসময় আরেকজন সাংবাদিক গভর্নরের কাছে জানতে চান, মালিকরা আগে ব্যাংকটি লুট করলো, এখন বাংলাদেশ ব্যাংকের দেয়া ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা (স্বতন্ত্র পরিচালক)  লুট করছেন। পরিবর্তন তাহলে কিভাবে হবে? এ প্রশ্নের উত্তর দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর নিজেই। বলেন, একটা জিনিস মনে রাখতে হবে। আমাদেরই প্রতিনিধি হোক আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হোক, তারাও মানুষ। লোভের বশবর্তী তারাও হতে পারেন। আমাদেরও সতর্ক থাকতে হবে, গণমাধ্যমকেও সতর্ক থাকতে হবে। তাহলে কিছু ঘটলে আমরা প্রতিহত করতে পারবো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়