Apan Desh | আপন দেশ

সবজিতে স্বস্তি, আলু যাচ্ছে নেপাল

প্রকাশিত: ১১:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সবজিতে স্বস্তি, আলু যাচ্ছে নেপাল

ছবি: আপন দেশ

শীতের মৌসুম প্রায় শেষ। তবে বাজার এখনো ভরে যাচ্ছে শীতকালীন শাক-সবজিতে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে সব ধরনের শাক-সবজির। কম দামে কিনতে পারার ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাও এবং মিরপুর-১১ নাম্বার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র জানিয়েছে প্রতিনিধিরা। 

বাজারে বড় সাইজের ফুলকপি ২০ টাকা, বাধা কপি ৩০ টাকা, বেগুন আকার বেধে প্রতি কেজি ৫০ -৬০ টাকা, টমেটো ৩০ টাকা কেজি, পেঁপে ৪০-৫০ টাকা কেজি, শালগম ৩০ টাকা কেজি, ঝিঙা ৬০ টাকা কেজি ও পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকায়, মুলা ১৫ টাকা কেজি, গাজর ২০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, শসা ৩০-৪০ টাকা কেজি, শিম ৩০-৫০ টাকা কেজি, শিমের বিচি ১০০ টাকা কেজি, মটরশুঁটি ১২০ টাকা কেজি, ধনিয়া পাতা ৬০-৭০ টাকা কেজি, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, আলু ২০ টাকা কেজি ও লাউ প্রতি পিস (মাঝারি) ৩০ টাকায় বিক্রি হচ্ছে। 

খিলগাঁও মুরগি বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগে ১৯০-২০০ টাকা কেজি দরে বিক্রি করলেও বর্তমানে বিক্রি করছে কেজি প্রতি ২১০ টাকা করে। সোনালী ২৯০-৩০০ টাকা কেজি, প্রতি ডজন মুরগীর ডিম (লাল) ১৩০ টাকা করে বিক্রি করতে দেখা যায়।

মিরপুরে মাছ বাজারে গিয়ে দেখা যায়, কার্প মাছ প্রতি কেজি ১৭০ টাকা, রুই মাছ আকার অনুযায়ী ১৭০-৩৪০ টাকা কেজি, সরপুঁটি ১৮০ টাকা কেজি, তেলাপিয়া ১৪০-১৬০ টাকা কেজি, ছোট ইলিশ ২০০- ২২০ কেজি, পাবদা ৩৫০ কেজি এবং ছোট চিংড়ি ১ পোয়া ১৮০ টাকা এবং বড় চিংড়ির কেজি ৯০০-১০০০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় সকাল সকাল বাজার করতে আসছেন বেসরকারি চাকরিজীবী নুরুল হাসান। তিনি বলেন, বাজারে সবজির দামে এখন কিছুটা স্বস্তির। শীত প্রায় শেষ হয়ে গেলেও বাজারে এখনো শীতকালীন শাকসবজি ভরপুর পাওয়া যায়। সবসময় শাকসবজির দাম কম থাকলে সকলের জন্য ভালো হতো।

একই বাজারের সবজি বিক্রেতা মো. আব্দুল্লাহ বলেন, এখন দাম সর্বনিম্ন পর্যায়ে আছে। শীত শেষ হয়ে যাচ্ছে। সামনে হয়তো আবারও দাম বাড়তে পারে। তবে দু-একটি সবজির বর্তমানে মৌসুম না হয়, সেগুলোর দাম একটু বেশি। যারা কিনতে আসছে এখন তারা কম টাকায় ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতে পারছে।

তিনি জানান, ফ্রেস আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামী থেকে সংগ্রহ করে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ১৬টি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে যায়। প্রতি ট্রাকে ২১ টন আলু ছিল। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে  ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ৪৬ ট্রাকে ৯৬৬ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে বাংলাবান্ধা হয়ে নেপালে রফতানি করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়