Apan Desh | আপন দেশ

ছয় মাসে ১৬ হাজার কোটি টাকা জব্দ, বাড়ছে ব্যাংক ঋণ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ছয় মাসে ১৬ হাজার কোটি টাকা জব্দ, বাড়ছে ব্যাংক ঋণ

ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এতে ১৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ক্ষমতার পরিবর্তনের পর সরকার অর্থপাচার ও অবৈধ লেনদেন রোধে কঠোর অবস্থান নেয়। ০৫ আগস্টের পর বিএফআইইউ একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে। এতে অনেক বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান আইনের আওতায় আসে।

আরও পড়ুন>>>সয়াবিন তেলের বিষয়ে যে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

এদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২২ জানুয়ারি এর পরিমাণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে।

আরও পড়ুন>>>সোনালীর ১৮৭ কোটি টাকা আত্মসাৎকারী সোবহান রূপালীর চেয়ারম্যান!

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়