Apan Desh | আপন দেশ

সুপারশপ স্বপ্নে আর নেই অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সুপারশপ স্বপ্নে আর নেই অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট

ফাইল ছবি

সুপারশপ স্বপ্নে কেনাকাটায় ক্রেতাদের জন্য স্বস্তির খবর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সুপারশপে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট বাতিল করেছে। এখন থেকে সুপারশপগুলো ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করলেও ক্রেতাদের বাড়তি কোনো ভ্যাট দিতে হবে না। ফলে পণ্যের দাম আগের চেয়ে কম পড়বে।

গত ৯ জানুয়ারি এনবিআরের নির্দেশনায় জানানো হয়েছিল, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। যা সুপারশপগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন ও সুপারশপগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এনবিআরের সঙ্গে আলোচনায় বসেন। এতে ভ্যাট হার কমানোর অনুরোধ জানান।

সুপারশপগুলোর প্রতিনিধিরা তিনটি ক্রেতাবান্ধব প্রস্তাবনা তুলে ধরেন। এনবিআর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়, সুপারশপগুলো যদি ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করে, তবে তারা ভ্যাট রেয়াত সুবিধা পাবে। এতে পণ্যের দামে অতিরিক্ত ৫ শতাংশ বা বর্তমানে কার্যকর ৭.৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে না। ক্রেতাদের আর আলাদাভাবে এ ভ্যাট পরিশোধ করতে হবে না। বরং পণ্য মূল্যের মধ্যেই এটি অন্তর্ভুক্ত থাকবে।

এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন দেশের শীর্ষ সুপারশপ ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো প্রচণ্ড চাপের মধ্যে আছে। সুপারশপের বাড়তি ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের জন্য একটি বোঝা ছিল। এখন সেটি আর নেই, যা বাজার ব্যবস্থায় সমতা আনবে।

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে, এনবিআর ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ভ্যাট বৈষম্য দূর করতে সমর্থ হয়েছেন। এখন থেকে ‘স্বপ্ন’-এর ক্রেতাদের সে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট দিতে হবে না। এটি সবার জন্য বড় এক সাফল্য।

ভ্যাট কমানোর এ সিদ্ধান্তের ফলে সুপারশপ থেকে কেনাকাটায় ক্রেতাদের খরচ কমবে। ভ্যাট রেয়াত ব্যবস্থার মাধ্যমে সুপারশপগুলোর প্রতিযোগিতা বাড়বে। বাজারে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া সহজ হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়