Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় সুপার শপ স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

তেঁতুলিয়ায় সুপার শপ স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্বোধন হলো- দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন সুপার মার্কেটে এ শপ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনের শুরুতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঘুরে ঘুরে পছন্দ মতো পণ্য নির্বাচন করেন। এ সময় উদ্বোধনী বিভিন্ন ডিসকাউন্টে কিনতে পণ্য দেখা যায় তাদের।

কয়েকজন ক্রেতা বলেন, দেশের অন্যতম সুপার শপ স্বপ্ন। একই ছাদের নিচে সব ধরণের পণ্য অভাবনীয়। এখানে এসে পছন্দের পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারছি। বেশ ভালো লাগছে। সুন্দর পরিবেশ। যারা এ সুপার শপ বাস্তবায়ন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।

জানা যায়, তেঁতুলিয়ায় ব্র্যান্ডিং এ শপটি এনেছেন দুই নারী উদ্যোক্তা। তাদের একজন তানজিলা আক্তার হ্যাপি ও অপরজন মুন্নি আক্তার। এদের মধ্যে হ্যাপি জানান, দীর্ঘদিন ঢাকায় ছিলাম। ঢাকায় থাকার সময়ই স্বপ্ন-তে কেনাকাটা করতাম। তখন থেকেই স্বপ্নের মতো কিছু করার কথা ভেবেছিলাম। উত্তরের পর্যটন এলাকা তেঁতুলিয়ায় দেশের অন্যতম সুপার শপ ব্যান্ড স্বপ্ন আনতে পারায় আমি খুবই খুশি ও আনন্দিত। আশা করছি, সব ধরণের ক্রেতারা ন্যায্য মূল্যে পছন্দের পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুন<<>> সুপারশপ স্বপ্নে আর নেই অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট

স্বপ্ন’র আউটলেটের রংপুর বিভাগীয় ম্যানেজার শাহিনুর রহমান সুমন বলেন, এসিআই গ্রুপের একটি সিস্টার্স কনসার্ন ব্র্যান্ডিং সুপার শপ স্বপ্ন। অনেক দিনের প্রত্যাশা ছিল দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় স্বপ্ন সুপার শপের চালু করার। আজ তা বাস্তবায়িত হলো। চেষ্টা করবো আপনাদের (ক্রেতা) সকল ধরণের চাহিদা পূরণ করার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করবেন। তেঁতুলিয়াবাসী যারা নিয়মিত এখানে শপিং করবেন আমরা চেষ্টা করবো আপনাদের অভিযোগ, আপনাদের আবদার, আপনাদের প্রোডাক্টের কি কি চাহিদা থাকে তা আমাদের রেজিস্ট্রারের খাতায় লিখে দিয়ে যাবেন।

আর যদি কোনো প্রোডাক্ট লোকালি পাওয়া যায় বাংলাদেশের কোথাও পাওয়া যায় না সেটাও যদি কোড করে সেলস করতে হয়, সে কাজটিও তেঁতুলিয়াবাসীর জন্য করে দিব। এটা অন্য কোথাও এভাবে চাওয়া হয়নি। আর আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্টের অফার থাকে। যেমন একটি কিনলে আরেকটি ফ্রি, তিনটি কিনলে একটি ফ্রি, দুইটা কিনলে দুইটা ফ্রি, অর্ধেক দাম, ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট এমন অনেক ধরণের ডিসকাউন্ট থাকবে। আপনারা আসবেন, ন্যায্য মূল্যে এ ডিসকাউন্ট উপভোগ করবেন। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করবেন। সুন্দর পরিবেশে পছন্দ মত পণ্য কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আলেম মাওলানা আব্দুল হান্নান, চৌরাস্তা জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান, ওসমান গনি শিশির, তোফায়েল আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়