Apan Desh | আপন দেশ

ফেব্রুয়ারির ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফেব্রুয়ারির ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে বৈধপথে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৭৩৮ কোটি টাকা। এর মধ্যে দৈনিক গড়ে এক হাজার ৭৯ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৪ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রির ১৫ তা‌রিখ পর্যন্ত দেশে এক হাজার ৭৮৯ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ ডলার। অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার। ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার। জানুয়া‌রি‌তে ২১৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেয়ার পর টানা ছয় মাস দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসে‌ছে বাংলাদেশে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়