
কোর্স শেষে সনদ বিতরণ
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১১ দিনব্যাপী ‘Foundation Course for Probationary Officers and other officials’ (General Banking Module-Combined Batch) শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বোরবার (২৩ ফেব্রুয়ারি) ওই কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ। এ সময় তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ সৈয়দ রাফিউল বারী।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।