Apan Desh | আপন দেশ

রোজায় ব্যাংক লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রোজায় ব্যাংক লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত 

ফাইল ছবি।

পবিত্র রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। 

আর ব্যাংকের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুযারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের লেনদেন পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

আরও পড়ুন<<>>রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। তবে রমজানের পরে অফিস সময় সূচি আগের নিয়মে চলবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময় সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

 আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়