
হাবিবুর রহমান।
বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার (১৬ মার্চ) পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পর্ষদ সভায় তা গ্রহণ হয়। অবশ্য আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে। যদিও এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো আগামী ডিসেম্বরে।
আরও পড়ুন>>>১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৫ কোটি ডলার
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে একবার হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়ে পরে আবার তা প্রত্যাহার করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।