Apan Desh | আপন দেশ

‘রেমিট্যান্স প্রণোদনায় ৭৩০ কোটি টাকা এনেছেন এক ব্যক্তি’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:৫৭, ১৮ মার্চ ২০২৫

‘রেমিট্যান্স প্রণোদনায় ৭৩০ কোটি টাকা এনেছেন এক ব্যক্তি’

ছবি: আপন দেশ

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকার আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। এ সুবিধা শুধু প্রবাসীদের আয়ের জন্য প্রযোজ্য। তবে এ সুযোগ নিয়ে এক ব্যক্তি রেমিট্যান্সের নামে দেশে এনেছেন ৭৩০ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রণোদনার সুযোগ নিয়ে এ বিপুল অর্থ দেশে এনেছেন ওই ব্যক্তি। 

সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বিদেশ থেকে টাকা আনা ব্যক্তির নাম না বলাই ভালো। তবে ব্যবস্থা নেয়া হবে, তখন নাম জানা যাবে।

আরও পড়ুন>>>সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ

তিনি আরও জানান, দেশে প্রত্যক্ষ করের পরিমাণ বাড়লেও অর্থনৈতিক বৈষম্য কমছে না। অনেকেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে কর ফাঁকি দিচ্ছেন। বিশেষ করে প্রবাসীদের আয় করমুক্ত রাখা হলেও এ সুবিধার আড়ালে অনিয়ম হচ্ছে।

অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এক কোটি ১৩ লাখ টিআইএনধারী থাকলেও রিটার্ন দেন মাত্র ৪০ লাখ। বাকি ৮০ লাখের বেশি করদাতা এখনও রিটার্ন দিচ্ছেন না। ভবিষ্যতে ব্যাংকের সঙ্গে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) সংযুক্ত করে করদাতাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে। এতে আমানত, উৎসে করসহ সব মৌলিক তথ্য রিটার্ন জমার সময় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়