
ফাইল ছবি।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে ১ হাজার ৪৭০ টাকা বেড়ে নতুন ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম আগে এতো হয়নি।
বুধবার (১৯ মার্চ) থেকে দেশেরে বাজারে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এতোদিন দেশের বাজারে স্বর্ণের গড়ে দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। মাত্র দুদিনের ব্যবধানে এটি আরও বেড়ে গেলো। গত ১৭ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানোর পর আবারও বাড়লো ১ হাজার ৪৭০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৮৩ টাকা।
আরওপড়ুন<<>>‘শেখ পরিবারকে বাদ দিয়ে আ. লীগকে রাজনীতি করতে হবে’
এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ৪০০ টাকা বেড়ে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ২০১ টাকা বেড়ে ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর মঙ্গলবার (১৮ মার্চ) এ সিদ্ধান্ত জানানো হয়।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।