
ছবি: আপন দেশ
পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।
মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, তামিম মারজান হুদা, শাহনুল হাসান খান, স্বতন্ত্র পরিচালক এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।
আরওপড়ুন<<>>আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের ঈদের ছুটি ৯ দিন
সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)।
এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।