
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এতে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। এ মন্তব্য করেছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বেশিরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন। আর সচিবরা বিদেশে গেলেও ডিজিটাল পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া সম্ভব। ফলে কোনো সমস্যা হবে না।
আরও পড়ুন>>>‘এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে’
এদিন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় সিদ্ধান্ত গৃহীত হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরব ও স্থানীয় বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানি অনুমোদিত হয়েছে।
ড. সালেহউদ্দিন বলেন, এইসব পদক্ষেপ দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।