Apan Desh | আপন দেশ

প্রথম কর্মদিবসে ব্যাংক-বিএসইসি-শেয়ারবাজারে ঈদের আমেজ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩৩, ৬ এপ্রিল ২০২৫

প্রথম কর্মদিবসে ব্যাংক-বিএসইসি-শেয়ারবাজারে ঈদের আমেজ

ফাইল ছবি

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটির পর খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। খুলেছে বিএসইসি ও শেয়ারবাজারও। তবে প্রথম কর্মদিবসে এখনো কাটেনি ঈদের আমেজ।

রাজধানীর মতিঝিল, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুর ঘুরে দেখা গেছে—ব্যাংকগুলোয় স্বাভাবিক লেনদেন চলছে। তবে কিছু শাখায় কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম। অনেকে ভাগাভাগি করে দায়িত্ব পালন করেছেন।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল, ফার্মগেট মোহাম্মদপুর ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সোনালী ও রূপালী ব্যাংকের মতিঝিল শাখায় গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। অনেকেই এসেছেন ঈদের আগের বেচাবিক্রির টাকা জমা দিতে। কেউ কেউ আবার টাকা তুলেছেন।

আরও পড়ুন>>>‘ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই’

মিরপুর-১০ এর ব্র্যাক ব্যাংকে সকাল ১১টায় দেখা যায়, গ্রাহকদের সঙ্গে কথা বলছেন শাখা ম্যানেজার। অন্যান্য ডেস্কেও ছিল লেনদেন।

ব্যাংকের এক গ্রাহক আমিনুল ইসলাম বলেন, ‘ঈদের সময় এটিএম থেকে টাকা তোলেছি, আজ জমা দিতে এসেছি। ভিড় অন্যদিনের মতোই।

ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট একরাম কবীর বলেন, ‘অনেকেই আজ টাকা জমা দিচ্ছেন। তবে দোকানপাট পুরোপুরি না খুললে ভিড় কিছুটা কমই থাকবে।

ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মনজুর হোসাইন জানান, ‘আমাদের গ্রাহকরা ছুটিতেই টাকা লেনদেন করেন। তাই আজ চাপ কম। তবে আগামীকাল ভিড় বাড়বে।

এনসিসি ব্যাংকের শাখা ম্যানেজার ফকরুল হাসান বলেন, মার্কেট বন্ধ থাকায় ভিড় কম। কাল থেকে গ্রাহক বাড়বে। এখন মানুষ নগদ টাকার প্রয়োজনেই আসছেন।

গত ২৭ মার্চ ছিল ছুটির আগের শেষ লেনদেন। এরপর ঈদ ও সরকারি ছুটিতে ব্যাংক বন্ধ ছিল ৫ এপ্রিল পর্যন্ত। শিল্পাঞ্চলে ২৮ ও ২৯ মার্চ ব্যাংক খোলা ছিল। এছাড়া বন্দর এলাকায় সীমিত পরিসরে চালু ছিল কিছু ব্যাংক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়