Apan Desh | আপন দেশ

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামবে: আইএমএফ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫৫, ৮ এপ্রিল ২০২৫

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামবে: আইএমএফ

ফাইল ছবি

আগামী জুনের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশের নিচে নেমে আসবে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ। ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। 

গত বছরের ডিসেম্বর থেকে কমতে শুরু করে মূল্যস্ফীতির হার। দুই অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি গত মার্চ মাসে নেমে আসে ৯ দশমিক ৩৫ শতাংশে। আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ বলছে, কয়েক মাসের মধ্যেই তা সাড়ে ৮ ভাগের নিচে নেমে আসবে। 

আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নানা শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকা অবস্থান করছেন ১৩ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে দেশের মূল্যস্ফীতি নিয়ে এ আশা প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত নেওয়া সব পদক্ষেপে সংস্থাটি সন্তুষ্ট বলেও জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

আরিফ হোসেন খান বলেন, তারাও (আইএমএফ) হিসাব করেছে যে ইনফ্লেশন তো কমছে, যেটা ডাবল ডিজিটে ছিল সেটা জুনের মধ্যে ৮ শতাংশের নিচে চলে আসবে, অতএব পলিসি রেটে হাত দেয়া যায়। কিন্তু ৮ শতাংশের ঘরে নামিয়ে আনাটা বাংলাদেশ ব্যাংকের জন্য সন্তোষজনক লেভেল না। বাংলাদেশ ব্যাংক আরও নিচে নামাতে চাচ্ছে।’

ব্যাংকিং খাতে নেয়া নানা সংস্কার উদ্যোগেও সন্তোষ জানিয়েছে আইএমএফ। ফলে ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।

আরিফ হোসেন খান বলেন, ট্যাক্স-জিডিপি রেসিওর কথা বলেছে যেটা তাদের যে এক্সপেকটেড যে টার্গেট ছিল, সেটা আমরা অর্জন করতে পারিনি। তারা এটা নিয়ে কনসার্ন। বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন সংস্কার কার্যক্রম ব্যাংকিং নিয়ে শুরু করেছে এ ব্যাপারে তারা সাধুবাদ জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, তারল্য সংকটে থাকা ১১টি ব্যাংকের মধ্যে ছয়টির অবস্থার উন্নতি হয়েছে। এসব ব্যাংকে আর তারল্য সহায়তার প্রয়োজন নেই। তবে পাঁচটি ব্যাংক এখনো দুর্বল অবস্থায় রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ৬ দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই