Apan Desh | আপন দেশ

দেশ থেকে আড়াই-তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে: গভর্নর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:১২, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৩৫, ১১ এপ্রিল ২০২৫

দেশ থেকে আড়াই-তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে: গভর্নর

ছবি: আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে এখন পর্যন্ত আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে শুধু বেক্সিমকো গ্রুপের অর্থ পাচারের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকায় মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য দেন গভর্নর।

তিনি বলেন, চট্টগ্রামের বড় বড় গ্রুপগুলোর একটি-দুটি নয়, অনেকেই জড়িত। শুধু একটি গ্রুপই ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এমন আরও কয়েকটি শিল্পগোষ্ঠী রয়েছে যারা ২০, ৪০, এমনকি ৫০ হাজার কোটি টাকা করে পাচার করেছে।

গভর্নর বলেন, বাংলাদেশ মানি লন্ডারিংয়ে বড় ভিকটিম। ব্যাংকিং খাত থেকে গোষ্ঠীভিত্তিক সম্পদ পাচার হয়েছে। এটা থামাতে হবে। চুরি হয়ে যাওয়ার পর কিছু করে লাভ নেই, আগেই ঠেকাতে হবে।

তিনি জানান, দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল। আমরা এখন বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও ল’ ফার্মের সঙ্গে যোগাযোগ করছি। বিদেশে থাকা ব্যাংক হিসাব, কোম্পানি ও সম্পদের তথ্য শনাক্তের চেষ্টা চলছে।

গভর্নর বলেন, আমাদের লক্ষ্য আগামী ছয় মাসের মধ্যে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ চিহ্নিত করা। এরপর আইনি লড়াই শুরু হবে। তা দীর্ঘ সময়ের ব্যাপার। তবে আমরা কাজ করছি।

পাচার রোধের পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থান নিয়েও আশাবাদী গভর্নর মনসুর। বলেন, আমাদের রফতানি ও রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ স্থিতিশীল। বিভিন্ন গোলযোগ ও আন্দোলন সত্ত্বেও ডাবল ডিজিট রফতানি প্রবৃদ্ধি হচ্ছে।

তিনি জানান, খাদ্য মূল্যস্ফীতি গত সেপ্টেম্বরে ছিল ১৪.৫ শতাংশ। যা গত মাসে ৮ শতাংশের নিচে নেমেছে। নন-ফুড ইনফ্লেশনও ১২.৫ শতাংশ থেকে এখন ৯.৫ শতাংশে। জুন-জুলাইয়ে এটি ৭-৮ শতাংশে নামবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালে ৫ শতাংশের নিচে নামানো হবে ইনশাআল্লাহ।

গভর্নর বলেন, নীতিগত সিদ্ধান্তে ফল আসতে সময় লাগে। ওষুধ দিলেই রোগ সারে না। আমরা চেষ্টা করছি বিদ্যুৎ ও সার সরবরাহ নিশ্চিত করতে, যাতে কৃষিতে বিঘ্ন না ঘটে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়