Apan Desh | আপন দেশ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল মান্নান​

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:৩১, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৩৮, ১৭ এপ্রিল ২০২৫

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল মান্নান​

মোহাম্মদ আবদুল মান্নান।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।​

মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তার নেতৃত্বে তিনি ‌‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’সহ এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের জন্য’এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া, তিনি রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, 'সরদার প্যাটেল অ্যাওয়ার্ড'সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।​

সভায় উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাবী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্যসচিব ও সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।​

সভায় বোর্ডের ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী ও অডিট রিপোর্ট উপস্থাপনসহ নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।​

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়