
ফাইল ছবি।
দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।
রোববার (২০ এপ্রিল) থেকে দেশের বাজারে সোনার নতুন এ দাম কার্যকর হবে। দেশের বাজারে সোনার এতো দাম আগে কখনও হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরওপড়ুন<<>>বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, সবজির বাজার ঊর্ধ্বমুখী
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সোনার দাম বাড়ায় বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। তারও আগে ছিল ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।