
আশরাফুল আলম। ফাইল ছবি
সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন আশরাফুল আলম। এর আগে তিনি জনতা ব্যাংক ভবন করপোরেট শাখায় মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদে নিয়োগপ্রাপ্ত হন তিনি।
আরওপড়ুন<<>>একনেকে ১৬ প্রকল্প অনুমোদন
আশরাফুল আলম ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগ দেয়ার মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ব্যাংকটির লোকাল অফিস, মতিঝিল করপোরেট শাখা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা, কামাল আতাতুর্ক করপোরেট শাখাসহ অন্যান্য শাখা ও কার্যালয়ে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
আশরাফুল আলম ১৯৬৭ সালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আশরাফুল আলম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।