
ফাইল ছবি
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০১ দশমিক ৪৯ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ৪০৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছিল। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৪১৩ দশমিক ৯০ ডলারে বেচাকেনা হচ্ছে।
মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাসহ ডলারের মান পতনের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা ও ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
আইজি মার্কেটসের কৌশল বিশ্লেষক ইয়াপ জুন রং বলেন, বাজার বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্যারিফ উত্তেজনা ও মন্দার আশঙ্কাকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলোকে মূল্যায়ন করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই স্বর্ণ চাহিদাও মূল্য বৃদ্ধিতে সহায়তা করছে।
স্বর্ণের পরবর্তী মাইলফলক ৩ হাজার ৫০০ ডলার হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, স্বল্পমেয়াদে বাজারে বিনিয়োগের চাপ কিছুটা বেশি দেখা যাচ্ছে, আর প্রযুক্তিগত সূচকগুলোও বলছে—দাম কিছুটা অতিরিক্ত বেড়েছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ভূমিকা নিয়ে যেসব উদ্বেগ তৈরি হয়েছে, তা স্বর্ণের বাজারকে সহায়তা করছে। একই সঙ্গে শেয়ারবাজারের দুর্বলতা থেকে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—এ মনোভাবও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। আমরা ধারণা করছি, আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে।
বিশ্ববাজারে যখন স্বর্ণের দামের এ হাল, তখন দেশের বাজারেও স্বর্ণ বিক্রি হচ্ছে রেকর্ড দামে। সবশেষ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোমবার বিশ্ববাজারে নতুন করে স্বর্ণের দাম বাড়ায় যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাজুস বলছে, বিশ্ববাজারে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ওঠানামা করে স্বর্ণের দাম। বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও দাম সমন্বয়ের প্রয়োজন পড়ে। না হলে স্বর্ণ প্রতিবেশী দেশগুলোতে পাচার হওয়ার সম্ভাবনা থাকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।