
ছবি: আপন দেশ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সঙ্গে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া।
আরওপড়ুন<<>>যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, হিউম্যান রিসোর্সেস ডিভিশনপ্রধান মো. কাউছার উল আলম, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনপ্রধান আবু নাছের মোহাম্মদ নাজমুল বারী, ইন্টারন্যাশনাল ডিভিশনপ্রধান এস, এম, আজহারুল ইসলাম, জেনারেল সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. আব্দুস সালাম, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনপ্রধান মোহাম্মদ খালিদ মাহমুদ এফসিএমএ, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান মো. ফরিদুর রহমান জালাল, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিভিশনপ্রধান নাজিম আনওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনপ্রধান মো. খায়রুল হাসান সিএসএএসহ বিভিন্ন শাখার ম্যানেজার ও প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।
হজ এজেন্সি মালিকদের পক্ষে মেহরাব ইন্টারন্যাশনালের মো. আমিনুল ইসলাম শামীম এবং কাজী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কাজী এ কে আজাদ মিলন সভায় বক্তব্য দেন। সভায় হজযাত্রীদের আরও আন্তরিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের ব্যাপারে আলোচনা করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।