Apan Desh | আপন দেশ

রেলের অগ্রিম ২৬ টিকিট কয়েক মিনিটেই শেষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৭ এপ্রিল ২০২৩

রেলের অগ্রিম ২৬ টিকিট কয়েক মিনিটেই শেষ!

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট। বিশেষ করে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো রেলের টিকিট নেই বলে জানা গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলের টিকিট এবার শতভাগ অনলাইনে দেয়া হয়েছে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, রেলের শতভাগ টিকিট অনলাইনে দেয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি।

আরও পড়ুন<> ঈদের বাস-রেলের অগ্রিম টিকিটি বিক্রি শুরু

রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে রেলে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। আজ প্রথম দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ হাজার ২৪৫টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আছে বেশি সিলেট অঞ্চলের টিকিট।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়