Apan Desh | আপন দেশ

আওয়ামী লীগ রেলের পুনর্জন্ম দিয়েছে: রেলমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৮ জুন ২০২৩

আপডেট: ১৯:৫০, ৮ জুন ২০২৩

আওয়ামী লীগ রেলের পুনর্জন্ম দিয়েছে: রেলমন্ত্রী

ছবি : আপন দেশ

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন,রেলের পুনর্জন্ম দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত সরকার দেশের রেল বিভাগকে পরিত্যক্ত করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তা পুনরুদ্ধার করেছে। সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে।

বৃহস্পতিবার (৮জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুতে পৃথকভাবে রেলসেতু তৈরি হচ্ছে। সেখানে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন যাবে।  পদ্মা সেতুতে শিগগির রেল হচ্ছে।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে এক সময় রেল যোগাযোগ বন্ধ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেগুলো চালু করেছে। দেশের সব পরিবহনে ভাড়া বেড়েছে, কিন্তু ট্রেনে ভাড়া বাড়েনি। আগে যা ভাড়া ছিল, এখনো তাই আছে। প্রধানমন্ত্রীকে জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী ভাড়া অপরিবর্তিত রেখেছেন।’

নুরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছে। এই ট্রেনে কম খরচে কোরবানির গরু ঢাকায় পরিবহন করা হবে। ট্রাকে করে নিলে গেলে যে খরচ হয়, তার চার ভাগের এক ভাগ খরচ হবে ক্যাটল ট্রেনে। রেলমন্ত্রী ঈদের পরে জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বন্ধ থাকা ট্রেন চালুর ঘোষণা দেন। 

পতাকা উড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী । জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার  প্রমুখ বক্তব্য রাখেন।

আপনদেশ/এমআর 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়