Apan Desh | আপন দেশ

ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে আমদানি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ১৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৫:৩৬, ১৩ আগস্ট ২০২৩

ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে আমদানি: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

এমনিতেই বাজরদর চরম ঊর্ধ্বগতিতে। এরপর হঠাতই ডিমের দাম আরও ঊর্ধ্বগতিতে। এই দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানালে প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেয়া হবে।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজারে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি। কিন্তু কী কস্ট হওয়া উচিত, সেটা তো প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানাবে! আমরা যদি বলি, কালকে থেকে ডিম আমদানি করব; প্রাণিসম্পদ মন্ত্রণালয় গ্রিন সিগনাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে।

আরও পড়ুুন: কার্ডধারীরা টিসিবির পণ্য পাবেন রোববার থেকে, থাকছে না চিনি

তারা যদি বলে, এই দাম হওয়া উচিত আমরা বাজার-ভোক্তা অধিকার দিয়ে সেই দাম কন্ট্রোল করার চেষ্টা করব। আর যদি না পারে তাহলে আমরা ইমপোর্ট করব,' বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সে ক্ষেত্রেও তাদের সমর্থন লাগবে। এ ব্যাপারে তাদের সহযোগিতা দরকার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়