Apan Desh | আপন দেশ

এক দফা দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২২ আগস্ট ২০২৩

এক দফা দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত

অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন প্রদানের দাবিতে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর নীলক্ষেত মোড়ে এ অবরোধ শুরু করেন তারা।

আরও পড়ুন: বিচার দৃষ্টান্ত হিসেবে থাকবে, ইবির নির্যাতিত শিক্ষার্থী ফুলপরী
 
সকালের দিকে শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস হয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘ঢাবি তোমার বাহানা, মানি না মানব না। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে’ বলে স্লোগান দেন।

এর আগে তারা ১৬ আগস্টও নীলক্ষেত মোড় অবরোধ করেন। জাতীয় প্রেসক্লাবেও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়