Apan Desh | আপন দেশ

বাবার মরদেহ বাড়ী রেখে প্রতিবন্ধি রিপা পরীক্ষার হলে

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ৭ সেপ্টেম্বর ২০২৩

বাবার মরদেহ বাড়ী রেখে প্রতিবন্ধি রিপা পরীক্ষার হলে

রিপা আক্তার: সংগৃহীত ছবি

বাবার নিথর দেহ বাড়িতে রেখে প্রতিবন্ধি রিপা আক্তারকে ছুটতে হলো পরীক্ষার হলে। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রিপা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি পরীক্ষা দেন। উপজেলার ডাক্তার ডলি আকবর মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে রিপা। 

স্বজনরা জানান, উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা মালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানি ও শিক্ষার্থী রিপার বাবা অলিয়ার হোসেন সরদার কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোরে রিপার বাবা অলিয়ার হোসেন সরদার উপজেলা সদরের দিগন্ত সড়কের নিজ বাড়িতে মারা যান। এদিন রিপার ইতিহাস ১ম পর্বের পরীক্ষা ছিল। নিরুপায় প্রতিবন্ধী রিপা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে চলে যান। এতে আবেগঘন ও হৃদয়বিদারক এক পরিস্থিতির সৃষ্টি হয় পরীক্ষা কেন্দ্র এবং রিপার বাড়িতে।

রিপার চাচা কবির জানান, রিপার পরিবার দরিদ্র। তার পরিবারে বাবাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি রিপার পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী রিপার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়