Apan Desh | আপন দেশ

ইবিতে নোফেল ছাত্রকল্যাণ ফোরামের মিলনমেলা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ৫ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:২২, ৫ অক্টোবর ২০২৩

ইবিতে নোফেল ছাত্রকল্যাণ ফোরামের মিলনমেলা

ছবি : আপন দেশ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর (নোফেল) ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে মিলনমেলা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে বিশ্ববিদ্যালয়ের নোফেলিয়ানদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এইসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়। নবীনদের ফুলেল শুভেচ্ছা ও প্রবীনদের ক্রেস্ট প্রদানসহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নোফেল ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এবি এম ফারুক। এছাড়াও যুক্ত ছিলেন- অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ, নোফেলের সাবেক সভাপতি আজিজুল হক পিয়াস।

অধ্যাপক ড.  অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ বলেন, শিক্ষার্থীদের নিজেকে নিজেদের জায়গা তৈরী করে নিতে হবে। বড়দের থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। সর্বোপরি নতুনদের জন্য শুভেচ্ছা ও অন্যদের জন্য শুভ কামনা।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়