ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.আব্দুস সামাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন <<>> বিদেশিদের জন্য দ্বিগুণ খরচ বাড়ালো কানাডা সরকার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এ অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইবি জিয়া পরিষদ। এছাড়াও জিয়া পরিষদের সদস্যদের নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও জানুন <<>> গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘুষকাণ্ড, বাসায় ডেকে পেটালেন পাওনাদারদের
গত ৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের রির্টানিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গননা শুরু হবে বিকেল ৩ ঘটিকায়।
আপন দেশ/. প্রতিনিধি/ এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।