Apan Desh | আপন দেশ

ইবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২৯ জানুয়ারি ২০২৪

ইবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে

ফাইল ছবি

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ জানুয়ারি) অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান।

তিনি বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের মতামতের ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে।

আরও পড়ুন>> ইবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সভাপতিত্ব করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ডিনসহ সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নেয় বিশ্ববিদ্যালয়। সর্বসম্মতিক্রমে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি।

আপন দেশ/অভি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়