ফাইল ছবি
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সব ইউনিটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু, শেষ হবে ১টায়।
আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৪ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১১ মে ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ সিদ্ধান্ত গৃহীত নেয়।
আবেদন শুরু আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টায়। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ১৫০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেয়া হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।