ছবি: সংগৃহীত
আগামী ২৮ এপ্রিল শুরু হচ্ছে স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মে দিবসসহ আগামী ১০ দিন বন্ধ থাকবে ক্লাস কার্যক্রম।
বিশ্ববিদ্যলয় রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ২৪-২৭ এপ্রিল বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় ক্লাস কার্যকত্রম। মে দিবস এবং ‘বি’ ইউনিটের জন্য ১, ২, ৩ মে, ‘সি’ ইউনিট ও নিজস্ব ‘ডি’ ইউনিটের জন্য ৯, ১০, ১১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল সমন্বিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট ও ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এমএমসি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।