Apan Desh | আপন দেশ

ক্যাম্পাসে ১০০ গাছ লাগাবে মানারাত ছাত্রলীগ

মানারাত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২৩ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:০৮, ২৩ এপ্রিল ২০২৪

ক্যাম্পাসে ১০০ গাছ লাগাবে মানারাত ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। যেন বাতাসের সঙ্গে আগুন উড়ছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন। আগামী কয়েক দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বৃষ্টির আশাও নেই। জলবায়ু পরিবর্তনের ফলে বৈরি আচরণ করছে প্রকৃতি। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে ১০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে মানারাত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর মধ্যে ৫০টি গাছ রোপন করেছেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে গোলাপ চত্ত্বরে এসব গাছ রোপন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক হোসাইন মোহাম্মদ মুবসিন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে পাঁচ লাখ, বছরব্যাপী এক কোটি বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশবান্ধব এ সিদ্ধান্তে শামিল হয়েছে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমরা দুই দিনে ১০০ এবং ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ করবো। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়ন হোক, দেশ সবুজে ভরে উঠুক- এটাই চাই।

আশাবাদ ব্যক্ত করে ছাত্রনেতা মো. ফাহিম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা এক হাজার গাছ রোপণ কবে। সেই সঙ্গে আগামী বর্ষায় পাঁচ হাজার গাছ লাগানো লক্ষ্য পূরণ করতে সহযোগিতা করবে। আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষ্যান্ত হবো না, এগুলোর পরিচর্যাও করবো।

উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাফুজুর রহমান সাহানসহ অন্যান্য নেতাকর্মীরা। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়