Apan Desh | আপন দেশ

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:০০, ৫ মে ২০২৪

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগ আয়োজন করে।

‘রেসিয়াল কনফ্লিক্ট ইন ইন্ডিয়া এক্সপোজড থ্রু স্যাটায়ার: এন এক্সপ্লোরেশন অফ অরবিন্দ আদিগা'স মেজর নোভেলস’ গবেষণা শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. চাঁদ আলী। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসাইন। আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস, ইসমেত জেরীন খান, রাষ্ট্রবিভাগ বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ আল মামুন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন প্রমুখ।

আপন দেশ/এমএমসি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়