Apan Desh | আপন দেশ

রাবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:১৬, ১২ মে ২০২৪

রাবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র মহড়ায় দফায় দফায় চলে এ সংঘর্ষ। একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।গতরাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও মাদার বখশ আবাসিক হলের মাঝখানের ঘটনা এটি।

হল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতির এক পর্যায়ে আতিকুর রহমানের কক্ষে ভাঙচুর চালানো হয়। পরে ক্যাম্পাসের বাইরে থেকে নিয়াজ মোর্শেদের ছাত্রলীগের কিছু কর্মী হলে প্রবেশ করেন।

এ ঘটনার পর রাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কয়েকশ’ নেতা-কর্মী মাদার বখশ হলের সামনে অবস্থান নেয়। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, পুলিশের সহায়তায় আমরা হলে প্রবেশ করছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। হলের মধ্যে যারা বহিরাগত আছে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করছি। পরিস্থিতি শান্ত করে সার্বিক বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবীর বলেন, আমরা বিষয়টি জানার পর আমাদের প্রক্টরিয়াল বডি কাজ করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়