প্রতীকী ছবি
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। তবে, ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (১২ মে) সচিবালয়ে তিনি বলেন, এবার পরীক্ষায় অংশ নেয়া মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১টি। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল।
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ২০২৩ সালে এ হার ছিল ৮০.৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ।
এবার ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৭৭ শতাংশ।
শিক্ষামন্ত্রী বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ৯ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। সেজন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত সাময়িক। ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখা না-ও লাগতে পারে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩.৯২ শতাংশ, বরিশালে ৮৯.১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২.৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯.২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮.৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯.২৬ শতাংশ, সিলেটে ৭৩.০৪ শতাংশ, ময়মনসিংহ ৮৪.৯৭ শতাংশ ও যশোরে ৯২.৩২ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।