Apan Desh | আপন দেশ

হাবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কর্মসূচি ঘোষণা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ২৮ মে ২০২৪

হাবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক সমিতি। দাবি আদায়ে আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতির নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান বলেন, ‘এ বৈষম্যমূলক স্কিমের কারণে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে না। যারা নতুন যোগদান করবে এবং যারা বর্তমানে আছি, তাদের মাঝে বৈষম্য সৃষ্টি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যেন এ পেনশন স্কিম বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল চালু করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে শুভঙ্করের ফাঁকি দেয়ার অপচেষ্টা চলছে, তা কখনোই হতে দেয়া হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, উনি বিচক্ষণতার সঙ্গে আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা মনে করি একদল কুচক্রী মহল সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরত্ব সৃষ্টির জন্য এমন হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। 

দাবি আদায় না হলে আগামী ৪ জুন (মঙ্গলবার) অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা করেন অধ্যাপক ড. সাদেকুর রহমান।

উপস্থিত ছিলেন হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাঈনুদ্দিন আহম্মেদ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. সহিদ উজ জামান প্রমুখ।

আপন দেশ/এসএইচ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়