ছবি: সংগৃহীত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন কর্মকর্তারা। পেনশন সুবিধা থেকে আমাদের বঞ্চিত করতে আমলারা পাঁয়তারা করছে বলে জানান তারা।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। পরে মৌন মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা বলেন, পেনশন সুবিধা থেকে আমাদের বঞ্চিত করতে আমলারা পাঁয়তারা করছে। তাদের এ উদ্দেশ্য সফল করতে দিব না। এতে মেধাবীরা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্বায়ত্বশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরি করতে আসতে চাইবে না। এতে বিশ্ববিদ্যালয়ের কাঠামো ভেঙ্গে যাবে।
সরকারি চাকরিতে বেতন তুলনামূলক কম। তবুও আর্থিক নিরাপত্তা থাকবে বলে সবাই সরকারি চাকরিতে আসে। বয়স হলে কর্মক্ষমতা কমে। তখন একটি পরিবার চলবে এ পেনশনের টাকায়। এর ওপর যেকোন অন্যায় হস্তক্ষেপ কখনোই মানবো না। এ অন্যায় রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
আপন দেশ/এস/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।