ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য নির্মাণাধীন ভবনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। সোমবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় ভবনের কয়েকজন শ্রমিক-কর্মচারীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত হন। এসময় তারা কার নির্দেশে ভবনের কাজ শুরু করেছে জানতে চেয়ে কর্মচারীদের এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে শুরু করে। পাশাপাশি শ্রমিকদের উদ্দেশ্যে বলে,‘এখানে কাজ করো বড় ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করা লাগে না? ভাইদের সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’
একপর্যায়ে শ্রমিকরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়। এছাড়া গেস্ট হাউস ও সুইপারদের জন্য নির্মাণাধীন ভবনের কাজও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্তদের কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে ভুক্তভোগীরা। তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় ও অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ। তারা শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শ্রমিক জানান, ‘বিকালে এখানে ৭-৮টি বাইক নিয়ে একদল ছাত্র এখানে আসে। তখন আমার কাছে ম্যানেজার সম্পর্কে জানতে চায়। ম্যানেজারকে দেখিয়ে দিলে তারা তাকে ডেকে নিয়ে যায় এবং দফায় দফায় চারজনকে মারধর করে। আমরা জিজ্ঞেস করতে গেলে তারা বলে ‘তোদের এমডি কে কল দে! সে কি হয়ে গেছে যে আমাদের এখানে এসে তার সাথে দেখা করতে হবে? সে আমাদের কোন খোঁজ খবর রাখে না। সে জানেনা যে জাহাঙ্গীরনগরে আসলে আমাদের সাথে কথা বলে কাজ করতে হয়। এমডিকে বলিস যে ভাইয়েরা আসছে। আমাদের সাথে যেন যোগাযোগ রাখে। আমাদের পরিচয় জানার দরকার নাই।’
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।