ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) হলের রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটেছে। আত্মহননের শিকার শিক্ষার্থীর নাম শিফক নূর ইবাদি।
তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী এবং একটি গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন৷
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে হওয়া সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনে অংশ নিয়েছিলেন নূর ইবাদি।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আত্মহত্যার শিকার শিক্ষার্থীকে নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, আমরা ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিলো বা ঘটনার পিছনে অন্য কিছু আছে কিনা, সে বিষয়ে তদন্ত করা হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।