Apan Desh | আপন দেশ

পঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ২৫ জুন ২০২৪

পঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ

ফাইল ছবি

সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেয়া হচ্ছে আলোচিত ‘শরীফার গল্প’। আগামী বছরের জন্য ছাপানো বইয়ে যুক্ত করা হবে নতুন গল্প। বিশেষজ্ঞ কমিটির দেয়া প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটির দেয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শরীফার গল্পটি বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নতুন গল্প যুক্ত করতে জেন্ডার বিশেষজ্ঞদের মতামত নেয়া যেতে পারে। শরীফার গল্পের পরিবর্তে নতুন গল্প সংযুক্তের ব্যবস্থা নেয়া হোক।

এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা এ নিয়ে একটা চিঠি পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়