ছবি: সংগৃহীত
এখনই প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাচ্ছে না। শিক্ষকের সংকটসহ নানা কারণ রয়েছে। আগামী তিন বছরে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
মঙ্গলবার (২৫ জুন) সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলন শেষে এ কথা জানান।
গণশিক্ষা সচিব বলেন, ১৫৪ বিদ্যালয় এখনই অষ্টম শ্রেণি চালুর মতো অবস্থায় রয়েছে।
শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে তিনি জানান, ১৫০ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে আছে। সব বিদ্যালয়কে পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে না। পার্বত্য অঞ্চলসহ, চরাঞ্চলের বিদ্যালয় একীভূত করা হবে না। স্থানীয় চাহিদার সঙ্গে সমন্বয় করে একীভূত করা হবে।
নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে ফরিদ আহাম্মদ জানান, মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ আছে। সেগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) জানানো হয়েছে। দ্রুতই চূড়ান্ত হবে।
এবার তিন ক্ষেত্রে ১৮ ক্যাটাগরিতে ১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে ৫৪ জন পদক গ্রহণ করবেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।