Apan Desh | আপন দেশ

রাবিতে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ জুন ২০২৪

রাবিতে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার 

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম কোনো বাধা থাকল না। বৃহস্পতিবার (২৭ জুন) মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব পারভেজ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। 

এর আগে, ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মেলে। ওই বছরের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাবির সব ধরনের নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। 

পরে ২০২৩ সালের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে রাবি কর্তৃপক্ষ। সেই আবেদন গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহারের তিন মাস না পেরোতেই ২৬ অক্টোবর রাবির সব নিয়োগের ওপর ফের স্থগিতাদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়