ফাইল ছবি
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবি হয়েছে ফেনীর দুই উপজেলা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়েছে।এ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, সোমবার (১ জুলাই) রাতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।